জীবাণুনাশক পানি ছিটানোসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে শেরপুরে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি । বুধবার বিকালে পৌরশহরের বিভিন্ন সড়কে এ কার্যক্রম শুরু করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন এ কে এম আব্দুর রউফ ও ডা. মোবারক হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে শহরে জনসাধারণের অবাধ যাতায়াত ও ভিড় ঠেকাতে আদাজল খেয়ে মাঠে নেমেছে পুলিশ। শহরের নিউমার্কেট, নয়ানীবাজার, স্টেডিয়াম মার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।

এছাড়া সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে বিনামূল্যে বিতরণের জন্য মাস্ক ও প্রচারপত্র তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুন।

অন্যদিকে শহরে বের হওয়া জনসাধারণের হাত-মুখ ধুতে স্থাপন করা হয়েছে বেশ কিছু অস্থায়ী সাবান পানির বেসিন।

এ পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৩৪ জন প্রবাসীকে। এর মধ্যে ৪৪ জনের কোয়ারেন্টে থাকার মেয়াদ শেষ হয়েছে। বাকি ৯০জন এখনো হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনার কলি মাহাবুব।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031