‘যখন ৫০টা খাবারের প্যাকেট ১০ মিনিটেই শেষ হয়ে গেলো। নিজেকে আজ আবার ছোট মনে হলো। এখনো মনে আছে যে শেষের দিকে ২ জন রিকশাওয়ালা, ৩-৪জন গার্ড খাবার না পেয়ে তাকিয়ে ছিলো। কিন্তু আমার পক্ষে আজ আর কোনোভাবেই আরকিছু করা সম্ভব ছিল না। মা-বাবার সাপোর্ট থাকায় আজ দাঁড়াতে পারছি।

যত কিছুই হোক, আমিও তো একজন ছাত্র।পাশে টুকটাক কাজও করছি।সেটা থেকেই কিছু বাঁচিয়ে আজ এই খাবার বিতরণ করলাম। আমাকে কয়েকজন সহযোগিতা করেছে।তার জন্যে আমি চির কৃতজ্ঞ। আমি ২৪ ঘন্টায় এতোটুকু করতে পারলে, আমি জানি আপনারা অনেকেই ২ দিনে আরো বেশি কিছু করতে পারবেন।

যদিও এটা আমার কাজ না, দায়িত্ব না। কিন্তু যতকিছুই হোক- রক্ত মাংসে মানুষ তো। অন্যের পাশে না দাঁড়ালে শ্রেষ্ঠ জীব হয়ে লাভ কী?

২০ কোটি মানুষের দেশে উত্তরায় কয়েক লক্ষ।পুরো বেপারটা এভাবে দেখলে, আমি মনে হয় সমুদ্রের ১ বিন্দুর সমানও কিছু করিনি। বেশি কেউ এগিয়েও আসেনি সত্য বললে। একা আর কতটুকুই টানা যায় আপনারাই বলেন।

আজ রাত ১২টা ( ২৬ মার্চ) পর্যন্ত ডোনেশনের প্রসেস খোলা থাকবে। যদি স্বার্থে কুলায়, ইচ্ছে হয় তাহলে যতটুক মন চায়, দিয়ে সঙ্গে থাকতে পারেন। পরশুদিন, যতটুকু আমার কাছে বাকি আছে আর যতটুকু আপনাদের থেকে পাবো, তা নিয়েই বাজারে যাবো।’

এভাবেই আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন বর্তমানের প্রথম সারির মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব স্বরণ রহমান।

করোনা ভাইরাসের যখন বিশ্ব নাজেহাল অবস্থা তখন আমাদের মতো দেশের নিম্ন আয়ের মানুষের ঘরে বসে থাকলে কী চলে? বিশেষ করে যারা দিন আনে দিন খায়। একদিন কাজ বন্ধ থাকলে পরেদিন দিন না খেয়ে থাকতে হয়। এদের কথা ভাবলে নিজে খেয়ে সুখে থাকা যায় না। যাদের বিবেক আছে, একটি হৃদয় আছে। আছে মানবিকতা।

স্বরণ রহমান আরও বেশি সাহায্যের মানসিকতা নিয়ে সবার এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কথায় আছে ‘দশের লাঠি একের বোঝা’। সম্মিলিত অংশগ্রহণই সবার মুখে হাসি ফোটাতে পারে।

সাহায্য পাঠানোর জন্য- Bkash: 01905143075, (EBL bank account: 1131440267532,shoronrahman, uttarabranch), (BRAC bank: 1551103937773001, shoronrahman , uttara branch), (Jamuna bank: 0010310047838 Shoron Rahman, moakhali branch)

‘যদি নিজের সাধ্যমত মানবতার হাত কিছুটা প্রসারিত করতে পারেন তাহলে আপনাদের কাজে আজীবন কৃতজ্ঞ থাকবে স্বরণ রহমান’।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031