tamim_118557

ঢাকা : বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম ইকবাল ক্রিকেটের তিন ফরম্যাটেই । তাই অনেকেরই প্রত্যাশা বাংলাদেশের প্রথম কোনও ব্যাটসম্যান হিসেবে তার ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা। কিন্তু বাংলাদেশ দল বর্তমানে যে সংখ্যক টেস্ট খেলছে তাতে এ লক্ষ্যমাত্রা অর্জন করা অসম্ভব বলে মনে করছেন এই ড্যাশিং ওপেনার।

তামিম এ পর্যন্ত টেস্টে ৪২ ম্যাচ খেলে ৩ হাজার ১১৮ রান করেছেন। তার মতে, এভাবে খেললে টেস্টে তার পক্ষে ১০ হাজার রান করা সম্ভব নয়।

তামিম ইকবাল বলেন, আমরা এখন যে হারে টেস্ট ম্যাচ খেলছি তাতে এই মাইলফলক স্পর্শ করা সম্ভব নয়। এমনকি আমি এটা প্রত্যাশাও করতে পারি না। ভেবে দেখেন, আমরা বছরে কতটি টেস্ট ম্যাচ খেলি। দু’টি বা তিনটি। সুতরাং একজন ব্যাটসম্যান হিসেবে আমি বুঝতে পারছি যে, বছরে একটি বা দু’টি ম্যাচ খেলে এটা অর্জন করা সম্ভব নয়। বছরে ন্যূনতম সাত বা আটটি টেস্ট ম্যাচ খেলা দরকার।

দশ হাজার রান করার শর্ত হিসেবে তামিম বলেন, আমি যদি আরও ১০ বছর ক্রিকেট খেলতে পারি এবং বছরে সাত বা আটটি করে টেস্ট ম্যাচ খেলি। তাহলে ১০ হাজার রান করা সম্ভব হতে পারে।

বাংলাদেশের এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ১৫২ ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাতে চার হাজার ৭১৩ রান করেছেন। তামিম জানিয়েছেন যে, ওয়ানডেতে ১০ হাজার করা করা তার পক্ষে সম্ভব হতে পারে।

তামিম বলেন, আমি কোনও একটি ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই। বর্তমানে যে অবস্থা তাতে মনে হচ্ছে আরও ১৫০টি ওয়ানডে ম্যাচ খেললে ১০ হাজার রান করতে পারব।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031