দাতাঁরাম সড়কে কোরিয়ান নাগরিকরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন চট্টগ্রাম হাটহাজারী উপজেলার চৌধুরীহাট । সেখানে তাঁরা কোরিয়ান স্কুল, কোরিয়ান হসপিটালসহ বেশ কয়েকটি সেবামুলক প্রতিষ্ঠান করে স্থায়ী ভাবে বাসিন্দা হিসেবে রয়েছে। দেশব্যাপি করোনা সংক্রমণের প্রভাব পড়েছে ঠিক সি মুহূর্তে ২৮মার্চ (শনিবার) দুপুরে উপজেলার চিকনদন্ডী ইউপি ৫নং ওয়ার্ড সদস্য লিটন মেম্বারের নেতৃত্বে কোরিয়ান নাগরিকদের চলাচল রাস্তা বন্ধ করে লকডাউন করে রাখেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা ও থানা পুলিশের টিম গিয়ে দাতাঁরাম সড়কে কোরিয়ান নাগরিক চলাচলের রাস্তাটি খোলে দেওয়া হয়।
