বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার স্বাক্ষরিত এ আবেদনটি গত ২৫ মার্চ আইজিপি অফিসে জমা দেয়া হয়েছে। সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে পুলিশি নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি দেয়া হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ঢাকা পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি এসবিকে।
রবিবার ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যান। এরপর থেকে দুই বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি ছিলেন। সরকারের নির্বাহী আদেশে গত বুধবার তিনি মুক্তি পান।
আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বাসায় নিরাপত্তা থাকলেও ২০১৪ সালে বিরোধী দলীয় নেতার পদ হারানোর পর পুলিশি নিরাপত্তা তুলে নেয়া হয়।
