শেখ নাজমুল আলম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)ক্রাইম ওয়েস্টের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। এটি তার অতিরিক্ত দায়িত্ব। সোমবার সিআইডি প্রধান স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।

শেখ নাজমুল আলম বর্তমানে সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজি করা হলো।

তিনি গত বছরের ২৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে পুলিশের ডিআইজি পদে পদোন্নতি পান।

১৯৯৮ সালে ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ পেয়ে পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করেন শেখ নাজমুল আলম।

প্রায় দুই দশকের কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্মকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় তিনি চাকরি করেছেন ভোলা, পঞ্চগড়, সারদা পুলিশ একাডেমী ও মুন্সীগঞ্জ জেলায়।

শেখ নাজমুল আলম ২০০৫ ও ২০১২ সালে দুইবার পিপিএম পদক (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) এবং ২০১৫, ২০১৮ ও ২০১৯ সালে বিপিএম পদক (বাংলাদেশ পুলিশ মেডেল) অর্জন করেন।

তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনয়নের গন্ডব গ্রামের শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031