চীনের বিজ্ঞানীরা করোনা ভাইরাস মোকাবিলায় ‘ন্যানোম্যাটারিয়াল’ তৈরি করেছে । এই ন্যানোম্যাটারিয়াল কোনো ওষুধ নয়, এক ধরণের অতিকায় ক্ষুদ্র রাসায়নিক পদার্থ। এই পদার্থ শরীরে প্রবেশ করালে সেটি করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। চীনের সরকারি মালিকানাধীন ট্যাবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমস এক টুইটে এমনটা দাবি করেছে। তবে স্বতন্ত্রভাবে এ তথ্য নিশ্চিত করা যায়নি। চীন সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ তথ্য নিশ্চিত করেনি।
গত রোববার এক টুইটে গ্লোবাল টাইমস ওই পদার্থকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন এক অস্ত্র হিসেবে বর্ণনা করেছে। বলেছে, চীনা বিজ্ঞানীরা করোনা ভাইরাস মোকাবিলায় নতুন এক অস্ত্র তৈরি করেছে। বিজ্ঞানীরা জানিয়েছে, তারা এমন একটি ন্যানোম্যাটারিয়াল পেয়েছে যেটি ভাইরাসটিকে গিলে ফেলতে ও নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। এর কার্যকারিতার হার ৯৬.৫ থেকে ৯৯.৯ শতাংশ।
প্রসঙ্গত, পেইন্ট, ফিল্টার, ইনসুলেশনসহ বিভিন্ন পণ্য ও স্বাস্থ্যসেবায় ন্যানোম্যাটারিয়াল ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু মানবদেহে এই ক্ষুদ্র কণাগুলোর প্রভাব সম্পর্কে এখনো পর্যাপ্ত তথ্য নেই বিজ্ঞানীদের কাছে। কিছু রাসায়নিক পদার্থ ন্যানোম্যাটারিয়ালে পরিণত করলে সেগুলো অত্যন্ত ক্ষতিকর পদার্থে পরিণত হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
