মডেল থানা পুলিশ চট্টগ্রামের হাটহাজারীতে আকতার হোসেন (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে । ৬ই এপ্রিল সোমবার উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছমদ আলী তালুকদার বাড়ি’র উত্তর পার্শ্বে হালদা নদীর পুরাতন খালের মুখ নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি রাউজান উপজেলার গহিরা আলীয়া মাদ্রাসার সাবেক দপ্তরী এবং তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় কাছিয়া ঘোনা গ্রামের মরহুম আমির হামজা’র ছেলে বলে জানা যায়।
লাশ উদ্ধার করা এস.আই মোল্লা মো. জাহাঙ্গীর কবির দৈনিক মানবজমিন কে জানান, গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান হালদা নদীর পুরাতন খালের মুখ নামক স্থানে একটি লাশ পড়ে আছে এমন খবর মডেল থানা পুলিশকে জানালে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঐ স্থান গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের ডান ও বাম কানের জখমে চিহ্ন রয়েছে। লাশটির সুরতহাল তৈরি করে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পোস্টমর্টেমের জন্যে প্রেরণ করা হয়। এ বিষয়ে থানায় আইনানুক ব্যবস্থা দায়ের করা হবে বলেও জানান তিনি।
এদিকে হাটহাজারী মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাসুদ আলম দৈনিক মানবজমিন কে বলেন, লাশ ভাসতে থাকা এমন খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করা হবে।।