বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে এম আরিফ উদ্দিন চলমান সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্তদের পাশে দাঁড়াতে, প্রয়োজনে গোপনে তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

ভিডিও বার্তায় এই কর্মকর্তা বলেন, ‘কর্মহীন দরিদ্র ব্যক্তি ছাড়াও এমন অনেকেই আছেন, যারা মধ্যবিত্ত। যাদের দৈনন্দিন আয়ের ওপর জীবিকা নির্বাহ হয়ে থাকত। তারা এখন কর্মহীন। লজ্জায় কাউকে বলতে পারছে না। তাদের পাশে দাঁড়ান। প্রয়োজনে গোপনে তাদেরকে সহযোগিতা করুন।’

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সবাইকে ‘সম্পূর্ণরূপে’ ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনার বিস্তার রোধে মনোবল অত্যন্ত শক্ত করে মহান সৃষ্টিকর্তার প্রতি অবিচল আস্থা রেখে আমরা সবাই এখন এই সময়ে সম্পূর্ণরূপে ঘরে থাকি। আমরা দেশে-প্রবাসে যে যেখানে আছি, তাদের জন্য, আমার জন্য, সবাই সবার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের বিভিন্ন সংস্থা থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা আমরা পরিপূর্ণভাবে মেনে চলি।’

চিকিৎসকদের ‘মানুষ বাঁচানোর যুদ্ধের বীর সেনা’ উল্লেখ করে আরিফ উদ্দিন বলেন, ‘জাতির এই সংকটময় মুহুর্তে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, দেশের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কার্যকর ঝুঁকিমুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এ সময়ের বীর সেনাদের অর্থাৎ দেশের সময় চিকিৎসকদের মানুষ বাঁচানোর এই যুদ্ধে মানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবে, নিঃসন্দেহে এখন তাদের কাছে এটিই জাতির প্রত্যাশা।‘

এছাড়া কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বা মারা গেলে তার এবং তাদের পরিবারের সঙ্গে সহনুভূতিশীল এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031