ঢাকা ওয়াসা করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষিত থাকতে চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিরক্ষামূলক মেডিকেল উপকরণ দিয়েছে।

বুধবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে উপকরণগুলো হস্তান্তর করা হয়।

ঢাকা ওয়াসার পক্ষে সংস্থাটির বোর্ড সদস্য ও বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদের হাতে মেডিকেল উপকরণগুলো হস্তান্তর করেন।

এর মধ্যে রয়েছে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্কসহ বিভিন্ন মেডিকেল উপকরণ। উপকরণগুলো ঢাকা ওয়াসার ‘দাশেরকান্দি পয়ঃ শোধনাগার প্রকল্প’ কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হাইড্রো চায়না করপোরেশন মাধ্যমে আমদানি করেছে ঢাকা ওয়াসা।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বেসরকারি খাতে সেবাদানকারী হসপিটাল ও সংস্থাগুলোর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। এরই পরিক্রমায় রিজেন্ড হসপিটাল লিমিটেড (মিরপুর ও উত্তরা শাখা) এবং বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনকে কিছু মেডিকেল উপকরণ সরবরাহ করা হয়েছে বলে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল উপকরণ হস্তান্তরকালে অন্যদের মধ্যে ঢাকা ওয়াসার সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. আলী জাবেদ, মেডিকেল অফিসার ডা. সালমা সুলতানা, ড্রাগ এডমিনিস্ট্রিশন ডিপার্টমেন্টের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান, ডাইরেক্টর (পিএমআর) প্রফেসর ডা. ইকবাল কবির, স্বাচিপের সভাপতি এম. ইকবাল অরসালান, লাইন ডাইরেক্টর শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের এমবিডিসি প্রফেসর সামিউল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031