untitled_119069
ঢাকা : বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন গুলশানের জঙ্গি হামলায় নিহতের ঘটনায় সমবেদনা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভারত, জাপান ও ইতালির প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশে অবস্থিত এসব দেশের দূতাবাস ও হাইকমিশনে আলাদা আলাদা চিঠি পৌঁছে দেয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে এ কথা নিশ্চিত করেন।

গত শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় মোট ২৮ জন নিহত হন। তাদের মধ্যে ১৭ বিদেশি, তিন বাংলাদেশি নাগরিক, দুই পুলিশ কর্মকর্তা ও ছয়জন জঙ্গি রয়েছে।

নিহত বিদেশি নাগরিকদের দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে সমবেদনা জানিয়ে দেয়া চিঠিতে খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলা করার কথা উল্লেখ করেছেন বলে জানা গেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031