হ্যান্ড স্যানিটাইজার রং আর কেমিক্যালের মিশ্রনে ইচ্ছেমতো বানানো হচ্ছিলো । ঘরে তৈরী এসব বোতলে ভরে জনসনের নামের বাজারজাত করা হচ্ছিলো। ব্রাহ্মণবাড়িয়া সদরের কালীসীমা গ্রামে এমন কারখানার সন্ধান পেয়ে শুক্রবার দুপুরে প্রশাসন অভিযান চালায় সেখানে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেয়া ছাড়াও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্বদানকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কে.এম.বি আর এন্ড কোং নামের ওই নকল কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। কারখানাটিতে রং ও কেমিক্যাল দিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার বানানো হচ্ছে এবং জনসন নামে সেগুলো বাজারজাত করা হচ্ছে। তাদের কাছে বিএসটিআই’র কোন অনুমোদনও পাওয়া যায়নি। নেই কোন ল্যাব ও ল্যাব টেকনিশিয়ান।
তারা নিজেরাই ঘরে বসে এসব তৈরী করে বোতলে ভরে বাজারজাত করে আসছিলো। অভিযানের সময় কারখানার মালিকদের মধ্যে একজন ইয়াছিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুইড্রাম কেমিক্যাল উদ্ধার করে ধ্বংস ও কারখানাটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
