সরকার বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দেশে দিন দিন মারাত্মক আকার ধারণ করতে থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটকে এই রোগের চিকিৎসার জন্য প্রস্তুত করছে। এখানে থাকা রোগীদের সরিয়ে নেয়া হচ্ছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আগামীকাল সকাল থেকে এই কার্যক্রম শুরু হবে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, শনিবার সকাল নয়টা থেকে রোগী সরিয়ে নেয়ার কাজ শুরু হবে।
জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বর্তমানে ২৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এসব রোগীকে সরিয়ে নেয়ার পর ছয় তলা ভবনটি পুরোপুরিই প্রস্তুত হবে করোনা রোগীদের চিকিৎসায়।
এদিকে শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মো. সিরাজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ঢাকা মহানগরীতে কোভিড-১৯ হাসপাতাল সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে নির্ধারিত করা অপরিহার্য হয়ে পড়েছে। এমতাবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বর্তমান রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নবনির্মিত ভবনে স্থানান্তর করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল বলেন, ‘সরকারের নির্দেশ পেয়েছি। আমরা আগামীকাল সব রোগী সরিয়ে নেব।’ তবে সেখানে করোনা রোগীদের চিকিৎসা হবে কি না এ ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
