ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘরে তৈরি একটি সাদা মাস্ক পরতে দেখা গেছে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের পরবর্তী পদক্ষেপ বিষয়ে এক ভার্চুয়াল সভায় ।
শনিবার মুখ্যমন্ত্রীদের সাথে মোদির ভিডিও কনফারেন্সে এই মাস্ক পরতে দেখা যায়। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়ালের একটি টুইটে ঘরে তৈরি সাদা মাস্কে আবৃত মোদির কয়েকটি ছবি দেখা গেছে।
মন্ত্রী টুইট করেছেন: ‘প্রধানমন্ত্রী @ নরেন্দ্রমোদি দেশের মুখ্যমন্ত্রীদের সাথে # COVID__19 এ ভিডিও কনফারেন্স বৈঠককালে একটি হোমমেড মাস্ক পরেছিলেন।’
‘আসুন আমরা তাকে অনুসরণ করে নিজের এবং আমাদের সহকর্মীদের সুরক্ষা দিই’- বলেও যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়াল সভায় পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, রাজস্থানের অশোক গেহলট, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকুরের মুখেও মাস্ক দেখা গেছে।
গত ২৪ মার্চ লকডাউন উঠানো বা বাড়ানোর বিষয়ে আহ্বান জানিয়েছিলেন মোদি। তিন সপ্তাহের এই নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের অমরিন্দর সিংহসহ বেশিরভাগ মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে, ১৪ এপ্রিলের পরেও এই লকডাউন কার্যকর করা উচিত।
নরেন্দ্র মোদি বলেন, ‘আমি সব সময় আপনাদের পাশে আছি। যেকোনো সময় যেকোনো মুখ্যমন্ত্রী আমার সাথে কথা বলতে পারেন এবং (কোভিড -১৯-এ) নিয়ে পরামর্শ দিতে পারেন। আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো উচিত।’
