রাজধানীতে এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ নিয়ে ফেরদৌস রহমান নামে । আজ সকাল ৯ টার দিকে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। ২ দিন ধরে ভুগছিলেন শ্বাসকষ্টে।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চিফ অ্যাডমিনিস্ট্রেটর নিরুপম দাস বলেন, তার করোনার উপসর্গ ছিলো। বাড়িতেই চিকিৎসা চলছিল। করোনা পরীক্ষার জন্য মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
