নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে চট্টগ্রামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের শরীরে । এরপর চট্টগ্রাম নগরীর পুলিশ ব্যারাক লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া ওই কনস্টেবলের সংস্পর্শে আসা ২২৫ জনকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও আছেন।

রবিবার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসার পর এই নির্দেশ দেওয়া হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক জানান, ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এরপর তিনি নগরের দামপাড়া পুলিশ লাইনের বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন থাকেন। করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ থাকায় তার নমুনা নিয়ে বিআইটিআইডি’তে পাঠানো হয়। পরীক্ষায় ফল পজেটিভ আসলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।

আবু বকর সিদ্দিক আরও জানান, ওই কনস্টেবলের সংস্পর্শে আসা পুলিশ হাসপাতালের তিন চিকিৎসক, তিন নার্স, সাত মেডিকেল সহকারী ও তার ১২ রুমমেটকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। একইসঙ্গে দামপাড়া পুলিশ লাইনের ট্রাফিক উত্তর বিভাগের পুরো ব্যারাকটি লকডাউন করা হয়েছে। ওই ব্যারাকে থাকা প্রায় ২০০ জনকে ব্যারাক থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

থানা পর্যায়ে মাঠে কাজ করা পুলিশ সদস্যসহ সিএমপির সব ইউনিটের সদস্যদের সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031