নতুন করে আরও পাঁচজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে টাঙ্গাইলে । তিন উপজেলার পাঁচজনের মধ্যে করোনা শনাক্ত হওয়ায় জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতজনে।

রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. ওয়াহীদুজ্জামান বলেন, নতুন করে তিন জেলায় পাঁচজনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ভূঞাপুর উপজেলার বাগবাড়ি ইউনিয়নের জিগাতলা গ্রামে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া একই উপজেলার গোবিন্দাসি ইউনিয়নে একজন, নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামে একজন এবং মধুপুরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ফিরেছেন।

এর আগে গত ৮ এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় একজন এবং ১০ এপ্রিল ঘাটাইলে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। তারা ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Share Now
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31