বাড়ি থেকে বেরোচ্ছেন ওষুধ কিনতে? আপনি কি এখনও বাজার-দোকানে যাচ্ছেন? অবশ্যই মাস্ক পরে যাচ্ছেন। তবে মনে রাখবেন, ওষুধের দোকানে মাস্ক কেনার জন্য ভিড় করবেন না। কারণ, আপনার সার্জিক্যাল মাস্ক বা এন-৯৫ না হলেও চলবে। বরং, বাড়িতে বসেই এবার বানিয়ে ফেলুন মাস্ক।

যা লাগবে, সে সব তো হাতের কাছেই আছে। ধরা যাক, পুরনো টি-শার্ট, রং-ওঠা কোনও কাপড় বা প্রায় ভুলে যাওয়া একটা রুমাল। সহজেই বানিয়ে নিতে পারবেন মাস্ক।

কিন্তু, ঘরে রুমাল দিয়ে বানিয়ে নেওয়া হোক কিংবা দোকান থেকে কেনা মাস্কই হোক, এর কার্যকারিতা নির্ভর করে, সঠিক ভাবে পরার উপর। মাস্ক পরতে হলে তাই কী কী করবেন? জেনে নিন সেই তথ্য

যা করবেন এমন ভাবে মাস্ক পরবেন যেন তা উপরে দুই চোখের মাঝামাঝি নাকের যে অংশটি, ততটা ঢেকে রাখে এবং নীচে চিবুকের তলা পর্যন্ত ঢাকা থাকে। আঁট করে পরুন যেন মুখোশে কোনও ফাঁক না থাকে।

যা যা করবেন না

চিবুক খোলা রাখবেন না।

এমন ভাবে মাস্ক পরবেন না যা নাকের তলা থেকে শুরু হয়।

পাশে ফাঁকা থেকে আছে, এমন আলগা করে পরবেন না।

চিবুকের তলায় ঠেলা দিয়ে মুখোশ গলায় ঝুলিয়ে রাখবেন না। শুধু নাকের ডগা পর্যন্ত ঢাকা আছে, এমন ভাবে পরবেন না।

জরুরি পরামর্শ মাস্ক সংক্রমণের থেকে বাঁচাতে পারে ঠিকই, কিন্তু ভুল করেও ভাববেন না যে মাস্ক পরলেই সব মুশকিল আসান। সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং লকডাউন এর যাবতীয় বিধিনিষেধ মেনে চলুন।

মাস্ক পরার আগে এবং পরে সব সময় হাত ধোবেন।

মাস্ক পরা এবং খোলার জন্য শুধু তার দড়িগুলি বা গিঁটগুলি ব্যবহার করুন। যখন মাস্কটি খুলবেন, কখনও তার সামনের অংশ ছোঁবেন না।

যারা ফ্ল্যাটবাড়িতে থাকেন, ঘরে ঢোকার পর মাস্কটি খুলবেন। কারণ সিঁড়ি এবং লিফটে সংক্রমণের প্রবল সম্ভাবনা।

প্রতি দিন মাস্ক ধুয়ে শুকিয়ে নেবেন, এবং সেটি একটি পরিষ্কার ও শুকনো জায়গায় রাখবেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031