এবার সাত বছর বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে লালমনিরহাটের । মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুটির বাবাও করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাট নার্সিং ইন্সটিটিউটের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের ওই ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। গত ১১ এপ্রিল তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। পরে ওই দিনই তাকে বাড়ি থেকে আইসোলেশনে নেয়া হয়।
সিভিল সার্জন জানান, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পর তার পরিবারের চারজনসহ ওই এলাকার মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। সেখানে থেকে জানানো হয়েছে তাদের ১০ জনের শরীরে করোনা শনাক্ত না হলেও আক্রান্ত ওই ব্যক্তির সাত বছর বয়সী ছেলে করোনায় আক্রান্ত।
ডা. নির্মুলেন্দু রায় বলেন, রাতেই শিশুটিকে তার বাড়ি থেকে নিয়ে এসে নার্সিং ইন্সটিটিউটের আইসোলেশনে রাখা হবে।