জাপানে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপ্রকাশিত এক প্রতিবেদন উল্লেখ করে এমনটা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (সারস-কভ-২) । এ খবর প্রকাশের পর জরুরি ভিত্তিতে জনগণকে আইসোলেশনে থাকার আহ্বান জানিয়েছে সরকার। এদিকে, ভাইরাসটিতে সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থায় জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের উপর জনগণকে নগদ অর্থ দিতে চাপ বৃদ্ধি পেয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, করোনা ভাইরাসে এখন পর্যন্ত জাপানে মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের। আক্রান্ত হয়েছেন ৯ হাজার মানুষের বেশি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অপ্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ পদক্ষেপ না নেয়া হলে দেশটিতে এই ভাইরাসে প্রাণ হারাতে পারেন ৪ লাখ মানুষ। ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে ৮ লাখ ৫০ হাজার মানুষের।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপানে আক্রান্তের সংখ্যা তুলনামূলক দ্রুত গতিতে বাড়ছে।

পরিস্থিতি বিবেচনায় টোকিওসহ ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে সরকার।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031