3_119605

ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল প্রধানমন্ত্রী  হাসিনার সঙ্গে বৈঠক করেছেন।

আজ সোমবার বিকাল পাঁচটার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকটি এক ঘণ্টা স্থায়ী ছিল বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকের বলেন, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন নিশা দেশাই। এ সময় জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রস্তাব দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি নিজেই সন্ত্রাসের শিকার। বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে কয়েক দফা সন্ত্রাসের শিকার হয়েছি। আমার ওপর কয়েকবার হামলা করা হয়েছে। সরকার সন্ত্রাসবাদ নিয়ে সচেতন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মানবাধিকার কমিশনগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো কেউ নিখোঁজ হলেই তার দোষ সরকারের ওপর দেয়। তারা ভালোভাবে বিষয়গুলো খতিয়ে না দেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দোষ চাপিয়ে দেয়।

দুই দিনের সফরে বাংলাদেশে আসা নিশা দেশাই এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।

আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন নিশা। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, কোন কোন বিষয়ে সহযোগিতা লাগবে, এটা পরে জানানো হবে।

গত ১ জুলাই গুলশানের অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিজানে ঢুকে ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য গত রবিবার ঢাকায় আসেন নিশা দেশাই।

এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। গত মে মাসের পর এটি নিশা দেশাইয়ের দ্বিতীয় ঢাকা সফর।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031