করোনা শনাক্ত ১৬১ জনের মধ্যে স্বাস্থ্য বিভাগের ৫৮ কর্মী ছাড়াও ১০ জন পুলিশ রয়েছে গাজীপুরে । গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ৮জন সদস্য। তাছাড়া, কালিগঞ্জ থানার ২ পুলিশ সদস্যের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গাজীপুরে ”লকডাউন” বা ”হাট বাজার বন্ধ” কোন ঘোষনাই তেমন কাজে আসছে না। অধিকাংশ মানুষই শুনছেন না কোন ঘোষনা। কোন কোন মার্কেটে ব্যবসা চলছে প্রায় স্বাভাবিক। চলছে হাট বাজারও। বিশেষ করে নিম্নবিত্ত মানুষ খাদ্যাভাবে থাকায় মানছে না কোন ঘোষনা। বিশেষ করে গার্মেন্টস কারখানার হাজার হাজার শ্রমিক প্রতিদিনই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেই।

এসব সমাবেশে সামাজিক যোগাযোগের বিধিনিষেধ হচ্ছে উপেক্ষিত।
লকডাউনের কারনে প্রায় সবগুলো ব্যাংক শাখা বন্ধ করে দেওয়ায় গ্রাহকরা পড়েছে বিপাকে। কোন সরকারী কর্মকর্তা অফিসে আসছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে,
এখনো অনেক অলি-গলি পাড়া মহল্লায় অনেকটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ভয়াবহ করোনা পরিস্থিতির চিহ্ন মাত্র নেই। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত মানুষও রয়েছে অনেক পাড়া মহল্লায়। এতে গাজীপুর জেলা রয়েছে মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে।
এখন পর্যন্ত গাজীপুরে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৬১জন। জেলায় প্রবাস ফেরত ৪৩ জনসহ ৩৪৭ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031