masrafi_12

ঢাকা :  অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দারুণ এক সাফল্যের মালিক হয়েছেন। পরিসংখ্যান বলছে, মাত্র এক বছরের ব্যবধানে জয়ের হিসাবের দিক থেকে চতুর্থ সেরা অধিনায়ক তিনি। তবে এই হিসাবের ভেতর একটা ‘কিন্তু’ আছে। কমপক্ষে ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যারা, তাদের মধ্যে মাশরাফি চতুর্থ সেরা। বৃহৎ পরিসরে অর্থাৎ কমপক্ষে ১০০ ম্যাচ হিসাবের ভেতর আনলে এই তালিকায় ব্যাপক রদবদল হবে।

মাশরাফির জয়ের হার ৭১.৪২ শতাংশ। ভিভ রিচার্ডস, স্টিভ ওয়াহদের মতো কিংবদন্তিদেরও পেছনে ফেলেছেন তিনি।

এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্লাইভ লয়েড। তার জয়ের হার ৭৭.৭১ শতাংশ। দ্বিতীয় রিকি পন্টিং। তার হার ৭৬.১৪ শতাংশ।

রিকি পন্টিং আবার বৃহৎ পরিসরে প্রথম স্থানে থাকবেন। কমপক্ষে ১০০ ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়কদের মধ্যে তিনি সেরা।

কমপক্ষে ২৫ ম্যাচ নেতৃত্ব দেয়াদের মধ্যে ধোনির অবস্থান ১৫তম। কিন্তু কমপক্ষে ১০০ ম্যাচে নেতৃত্ব দেয়া অধিনায়কদের মধ্যে তার অবস্থান অষ্টম।

দেখে নিন কমপক্ষে ২৫ ম্যাচে নেতৃত্ব দেয়া ক্রিকেটারদের জয়ের হিসাব:

তালিকা:

১. ক্লাইভ লয়েড: ৮৪ ম্যাচ, ৬৪ জয়, ১৮ পরাজয়, ৭৭.৭১ শতাংশ জয়।

২. রিকি পন্টিং: ২৩০ ম্যাচ, ১৬৫ জয়, ৫১ পরাজয়, ৭৬.১৪ শতাংশ জয়।

৩. হ্যানসি ক্রোনিয়া: ১৩৮ ম্যাচ, ৯৯ জয়, ৩৫ পরাজয়, ৭৩.৭০ শতাংশ জয়।

৪. মাশরাফি বিন মর্তুজা: ২৮ ম্যাচ, ২০ জয়, ৮ পরাজয়, ৭১.৪২ শতাংশ জয়।

৫. মাইকেল ক্লার্ক: ৭৪ ম্যাচ, ৫০ জয়, ২১ পরাজয়, ৭০.৪২ শতাংশ জয়।

পরের ১০ সফল অধিনায়কদের শতাংশ:

৬. স্টিভ ওয়াহ ৬৫.২৩

৭. স্যার ভিভ রিচার্ডস ৬৫.০৪

৮. গ্রায়েম স্মিথ ৬৪.২৩

৯. শন পোলক ৬৪.০৬

১০. ওয়াকার ইউনুস ৬১.৬৬

১১. ওয়াসিম আকরাম ৬১.৪৬

১২.ইনজামাম-উল-হক ৬১.৪৬

১৩. অ্যালান বর্ডার ৬১.৪২

১৪. এবি ডি ভিলিয়ার্স ৬০.৯৫

১৫. মাহেন্দ্র সিং ধোনি ৬০.০০

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031