আজ দেশে ফিরছেন ১৬৪ বাংলাদেশি করোনা প্রাদুর্ভাবের মধ্যে ভারতের চেন্নাইয়ে আটকেপড়া। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

ইইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২.১৫ মিনিটে চেন্নাই থেকে ১৬৪ বাংলাদেশিকে নিয়ে রওনা হয় বিমানটি। বিকাল সাড়ে তিনটায় বিমানটি ঢাকায় পৌঁছাবে।

এছাড়া আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

গত এক মাসের অধিক সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য আটকে রয়েছেন হাজার হাজার বাংলাদেশি।

গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই বাংলাদেশিরা দেশে ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকেপড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ ফ্লাইটগুলোতে শুধু বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারছেন।

যাত্রীদের করোনাভাইরাস মুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। আর যেসব যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নাই তাদের থাকতে হবে সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031