নতুন প্লাটিনা বাজারে এলো তেল সাশ্রয়ী । মডেল বাজাজ প্লান্টিনা ১১০ এইচ-গিয়ার। নতুন মডেলে থাকছে ৫ স্পিড গিয়ার বক্স। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার। সম্প্রতি ভারতের বাজারে এই বাইক অবমুক্ত করেছে বাজাজ।

বিএস-সিক্স ইঞ্জিনের এই বাইকটি ভারতে বিক্রি হচ্ছে ৫৯ হাজার ৮০২ রুপিতে। ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই মোটরসাইকেল বিক্রি বন্ধ করেছে বাজাজ। ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গেই এই মোটরসাইকেলে কয়েকটি নতুন আপোডেট পৌঁছেছে।

এই মোটরসাইকেলে আছে ১১৫ সিসির ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮.৪ বিএইচপি শক্তি এবং ৯.৮১ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

সাধারণত ১১০ সিসির সেগমেন্টে ৫ স্পিড গিয়ারবক্স দেখা যায়না। ফিফথ গিয়ারে পারফর্মেন্সের সঙ্গেই দক্ষতা বাড়বে। বাজাজের দাবি এক লিটার পেট্রলে ৮৪ কিমি চলবে এই মোটরসাইকেল।

নতুন এই বাইকের সামনে চাকায় ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক দেয়া হয়েছে। সঙ্গে আছে কোম্পানির অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম।

যদিও নতুন ভেরিয়েন্টেও আগের ফ্রেম ব্যবহার হয়েছে। আগের ভার্সানের মতোই প্লাটিনার নতুন ভার্সানেও থাকছে সেগমেন্টের সেরা সাসপেনশন। এই মোটরসাইকেলের পিছনের সাসপেনশনে ১১০ মিলিমিটার ও সামনের সাসপেনশনে ১৩৫ মিমি ট্রাভেল থাকছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031