বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না। বর্তমান করোনা পরিস্থিতির কারণে মনও ভালো নেই জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামানের। বেশ কিছুদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছে। এখনও ভালো না । বর্তমানে করোনা ভাইরাসের পরিস্থিতি তো কারও কাছে কাঙ্খিত নয় । এই পরিস্থিতির সঙ্গে কেউ তো কখনও আগে পরিচিত ছিল না। কীভাবে সময় কাটছে জানতে চাইলে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাসায় থাকছি। এখন তো আর বাইরে যাওয়ার জো নেই।
এমনিতেও আগে আমি খুব একটা বের হতাম না । শুয়ে বসে সময় কাটছে। টেলিভিশন দেখছি। বই পড়ছি এই আরকি? ঘরে থাকতে হবে। ঘরে থাকলে মানুষ নিরাপদ থাকবে। নিজে ভালো থাকবে ।পরিবারকে ভালো রাখবে। দেশ ভালো থাকবে।
