পাহাড়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা খাগড়াছড়ির মহালছড়িতে
মহালছড়ি সেনা জোন বাহাদূরপুর, রোয়াজাপারা, গামারিডালা,৫ একর, ২ নং যৌথখামারপারা এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল-১০ কেজি, ডাল-২ কেজি, আটা – ২ কেজি, তেল-১ কেজি, লবণ-১ কেজি, আলু-৫ কেজি, পিয়াজ -১ কেজি,হুইল সাবান -১প্যাকেট এবং লাক্স সাবান-১ প্যাকেট বিতরণ করা হয়। এ সময় মহালছরি সেনা জোন এর জোন কমান্ডার, লেঃ কর্নেল মেহেদীসহ অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন।
লকডাউনে থাকা পাহাড়ী জনগণের খাদ্যাভাব দূর করতে মহালছরি সেনা জোন নিয়মিত অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ত্রাণ বিতরণ কার্যত্রুমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যত্রুম অব্যাহত রেখেছে।
দূর্গম এলাকার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের কার্যত্রুম অব্যহত রাখবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
