করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছে । এখন বিশ্বে তাণ্ডব চালালেও চীনে করোনার প্রভাব শূন্যে নেমে এসেছে। আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাপন। চীনের বেশ কিছু জায়গায় বাচ্চাদের স্কুল খোলা হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ।
ছোঁয়াচে এই সংক্রমণকে আটকানোর জন্য যতদিন না কোনো প্রতিষেধক তৈরি হচ্ছে, ততদিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা বার বার হাতও ধোওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সামাজিক দূরত্বের উপর জোর দিতে বলছেন। এই পরিস্থিতিতে ছোট ছোট বাচ্চা এতদিন ঘরবন্দি থাকার পর স্কুলে এসে যাতে কোনোভাবেই সেই বিষয়টি ভুলে না যায় সেদিকে নজর রাখছে স্কুলগুলি।
সামাজিক মাধ্যমে চীনের হাংজাউ শহরের একটি স্কুলে শিশুদের ক্লাস করার ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে বাচ্চাদের মাথায় রয়েছে অদ্ভূত হেলমেট। তার দুদিকে ফ্যানের ব্লেডের মতো পাখা। যাতে কেউ কারও একেবারে কাছে আসতে না পারে এবং ৩ ফুট দূরত্ব বজায় থাকে।
ক্লাসরুমে বসার ক্ষেত্রেও একটি করে রো তৈরি করা হয়েছে। বাচ্চাদের মাথায় রয়েছে রঙিন পাখা লাগানো মুকুট। চিনের সং রাজাদের রাজত্বকালে তখনকার রাজারা মাথায় এমন দেখতে মুকুট পরতেন। সেখানেও উদ্দেশ্য ছিল সামাজিক দূরত্ব বজায় রাখা। সূত্র: এনডিটিভি
