Dudok1-680x365-700x336

 ঢাকা : দুদক গ্রাহকের ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আল আরাফা ইসলামি ব্যাংকের রেয়াজুদ্দিন বাজার শাখার ব্যবস্থাপক শওকত ইসলামকে গ্রেফতার করেছে।

রোববার দুপুরে নগরীর রেয়াজুদ্দিন বাজার স্টেশন রোড শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় শওকতকে গ্রেফতার করা হয়।

দণ্ডবিধি ৪০৯, ৪২০ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের আবদুল আজিজ ভূঁইয়া জানান, গ্রেফতার আসামী শওকত ইসলাম আল আরাফা ইসলামি ব্যাংক কক্সবাজার শাখার সাবেক ব্যবস্থাপক। বর্তমানে রেয়াজুদ্দিন বাজার স্টেশন রোড শাখায় একই পদে কর্মরত।

কক্সবাজার শাখায় দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বদিউল আলম নামে একজন গ্রাহকের ৭ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর নামে করা ৪ লাখ টাকার এফডিআরের টাকা আত্মসাৎ করেন।

গ্রেফতারের পর আসামীকে মূখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031