মৃতের সংখ্যা শুধু বাড়ছেই নভেল করোনা ভাইরাসে । সে সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত তিন সপ্তাহেই বেড়েছে এক লাখ মৃত্যু।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত ২ লাখ ৩৪ হাজার ১০৮ জন করোনায় মারা গেছেন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ২৯০ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৮১ হাজার ৭৬৪ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৪৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এদিকে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ ৩৯ হাজার ১৫৮ জন।
আক্রান্ত ও মৃতের দিক থেকে সবার উপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ১৯।

আর মৃতের সংখ্যা ৬৩ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪২৫ জন আর মারা গেছেন ২ হাজার ২০১ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। নতুন ২৮৫ জনসহ দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ৯৬৭ জন। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৮৭২ জন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031