27_10

ঢাকা :  ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক ড. জাকির নায়েক সংবাদ মাধ্যমে তার বক্তব্যকে ‘অতিরঞ্জিত’ করে প্রচারের অভিযোগ তুলে ১০টি টিভি চ্যানেলের বিরুদ্ধে মানহানি মামলা করবেন । তবে অভিযুক্ত টিভি চ্যানেলগুলোর নাম তিনি উল্লেখ করেননি।

সৌদি আরবের মদিনা থেকে স্কাইপে এক ভিডিও কনফারেন্সে ড. জাকির নায়েক এ কথা বলেন বলে শনিবার খবর প্রকাশ করে হায়দ্রবাদভিত্তিক ইংরেজি সংবাদপত্র দ্য সিয়াসাত ডেইলি।

জাকির নায়েক বলেন, ঢাকাসহ বেশ কয়েকটি জঙ্গি হামলায় আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করার কারণে ১০টি টিভি চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

চলতি বছর দেশে ফিরবেন কি না? এই প্রশ্নের জবাবে জাকির নায়েক বলেন, আমি যেখানে আছি, সেখান সেখান থেকে আমার বিরুদ্ধে উঠা অভিযোগের উত্তম জবাব দিতে পারি।

এখন পর্যন্ত কোনো তদন্দকারী সংস্থা তার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেনি বলেও দাবি করেন ড. জাকির নায়েক বলেন, যদিও আমার কোনো বক্তব্যে জঙ্গি কর্মকাণ্ডকে উৎসাহিত করার মতো বিষয় ছিল না, তারপরও দশটি মিডিয়া কুৎসা রটনা করে আমার মানহানি করেছে।

দীর্ঘ ভিডিও বার্তায় জাকির নায়েক আরও বলেন, আমি বারবার বলছি, নিরপরাধ মানুষকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার শামিল। জঙ্গি কার্যক্রমকে আমি ঘৃণা করি। এ সময় তিনি ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, যদিও এ হামলার বিষয়ে আমি এখনো অনেক কিছুই জানি না।

জঙ্গি কার্যক্রমে জড়িত অনেকেই আপনার সাথে দেখা করতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদিন আমি কয়েক হাজার মানুষের সঙ্গে দেখা করি। আমি কি করে বলব, এদের মধ্যে কে জঙ্গি আর কে জঙ্গি নয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031