বলিউড অভিনেত্রী ও সঞ্চালিকা নেহা ধুপিয়া সম্প্রতি বিবাহিত জীবনের দুই বছর পূর্ণ করেছেন । সেদিন স্বামী অঙ্গদ বেদীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তবে সেই শুভেচ্ছাবার্তায় রিয়ালিটি শো ‘রোডিজ’-এর বিতর্কিত ‘পাঁচ বয়ফ্রেন্ড’ প্রসঙ্গ টেনে এনে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন নায়িকা।

স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে নেহা লেখেন, ‘প্রথমত, অঙ্গদ আমার ভালোবাসা। দ্বিতীয়ত, ও আমার সাপোর্ট সিস্টেম। তৃতীয়ত, সে একজন আদর্শ বাবা। চতুর্থত, আমার প্রিয় বন্ধু এবং পঞ্চমত, সবচেয়ে বিরক্তিকর রুমমেট। যেন মনে হয়, পাঁচ জন বয়ফ্রেন্ডের গুণাবলী একজনের মধ্যেই পেয়ে গেছি আমি। ইয়েস, ইটস মাই চয়েজ।’

ব্যাস, এই ‘পাঁচ বয়ফ্রেন্ড’ বলাতেই ক্ষেপেছেন নেটিজেনরা। কারণ, এ বছরের শুরুর দিকে রিয়ালিটি শো ‘রোডিজ’-এ বিচারকের আসনে থাকা নেহা এক যুবককে আচ্ছা করে গালমন্দ করেছিলেন। এটা স্বীকার করার জন্য যে, ওই যুবকের সাবেক প্রেমিকা একই সঙ্গে পাঁচজনের সঙ্গে ডেট করছিলেন এবং তা জানার পর ওই যুবক তার প্রেমিকাকে সবার সামনে থাপ্পড় মেরেছিলেন।

নেহা সঙ্গে সঙ্গে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তিনি খুব ক্রোধের সঙ্গে ওই যুবককে বলেন, মেয়েটি যতই খারাপ কাজ করুক না কেন গায়ে হাত তোলা ‘ডোমেস্টিক অ্যাবিউ ‘। শুটিং সেটে চলে একপ্রস্থ গালাগালিও। নেহা সেসময় আরও বলেন, ‘পাঁচটা বয়ফ্রেন্ড থাকুক বা একটা, ‘ইটস হার চয়েজ’, সে জন্য মেয়েটার গায়ে কেন হাত তুলবে।’

সেই নেহাই কিনা এখন বলছে, স্বামী অঙ্গদ বেদীর মধ্যে তিনি পাঁচটি বয়ফ্রেন্ডের গুণ খুঁজে পেয়েছেন। তাতেই চটেছেন নেটিজেনরা। তাদের প্রশ্ন, ওই পোস্টের মাধ্যমে কী বোঝাতে চাইলেন নেহা? অঙ্গদই তার ‘মিস্টার পারফেক্ট? পাঁচজন বয়ফ্রেন্ডের সমস্ত গুণ ওই একজনের মধ্যেই খুঁজে পেয়ে গেছেন তিনি? নাকি এটা তার আত্মপক্ষ সমর্থন?’

নেটিজেনদের একাংশ পুরনো প্রসঙ্গ টেনে এনে নেহাকে বলেন, ‘এখন স্টেটমেন্ট বদলাচ্ছেন, আগে তো এমনটি লেখেননি।’ কেউ আবার লেখেন, ‘তার মানে আপনার পাঁচ গুণ পাঁচ= ২৫ টা বয়ফ্রেন্ড! কী যে বলছেন হিসাবই মিলছে না।’

তবে সে সব ট্রোলের কোনো জবাব দেননি নেহা। উল্টো স্বামী অঙ্গদ বেদীকে নিয়ে ইনস্টাগ্রামে লাইভ করেন তিনি। বিয়ের দিন অঙ্গদের কী অনুভূতি হয়েছিল, ইত্যাদি নানা অজানা বিষয় সেই লাইভের মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসেন এই জুটি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031