যুক্তরাষ্ট্র মহাকাশে এবার মানবহীন ড্রোন পাঠালো। দেশটির বিমান বাহিনীর তত্ত্বাবধায়নে ড্রোনটি পাঠানো হয়। গত সপ্তাহে এটলাস ভি রকেট ইঞ্জিনের সাহায্যে এই ড্রোনকে মহাকাশে পাঠায় যুক্তরাষ্ট্র। ড্রোনটির নাম দেয়া হয়েছে এক্স-৩৭বি। এটি পাঠানো হয়েছে ফ্লোরিডার ক্যানাভেরাল নামক স্থান থেকে।

নির্ধারিত দিনের একদিন পড়ে ড্রোনটি আকাশে পাঠানো হয়। আবহাওয়া খারাপ থাকার কারণে একদিন বিলম্বিত করা হয় মিশন। তবে মিশন পুরোপুরি সফল হয়েছে।

এরপর মার্কিন ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার এ খবর জানিয়ে একটি টুইট করেন। এতে তিনি বলেন, পুনরায় ব্যবহারযোগ্য ড্রোন এক্স-৩৭বি-এর ষষ্ঠ মিশনের জন্য অভিনন্দন! এতে ব্যবহৃত হয়েছে বোয়িং এর প্রযুক্তি। বোয়িং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই মিশনে কক্ষপথে গবেষণা করার জন্য ছোট একটা মহাকাশযান পাঠানো হবে৷ আগেও একবার মহাকাশে এক্স-৩৭বি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র৷ সেবার মহাকাশে ৭৮০ দিন কাটানোর পর গত অক্টোবরে পৃথিবীতে ফিরে আসে এক্স-৩৭বি৷

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031