বাংলাদেশ বিমানের সাবেক পাইলট আলী আশরাফ খান করোনাভাইরাসে স্ত্রীর মৃত্যুর কয়েকদিনের মাথায় মারা গেলেন । মঙ্গলবার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি মারা যান।

বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক এই সভাপতি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘ ৩৫ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ছিলেন। তারই সহকর্মী ক্যাপ্টেন সাজ্জাদুল হক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের একাধিক সূত্র ঢাকা টাইমসকে জানিয়ে, বিমানের সাবেক এই পাইলট করোনা ছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

এছাড়া তার স্ত্রী, পুত্র-পুত্রবধূ এবং বাসার গৃহকর্মীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে মারা যান।

কর্মজীবনে আলী আশরাফ বিমানের ডিসি-১০, এয়ারবাস ৩১০ এবং বোয়িং ৭৭৭-৩০০ইআর- এর পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031