আরও ১৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে । এদের মধ্যে তিনজনের শরীরে করোনার সংক্রমন ছিল। বাকীরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল বিকাল ৪টা থেকে আজ বুধবার বিকাল ৪টার মধ্যে তারা মৃত্যুবরণ করেছেন বলে হাসপাতালসূত্র জানিয়েছে। মৃত ১৬ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, করোনা পজিটিভ হয়ে যারা মারা গেলেন তারা হলেন, নারায়ণগঞ্জের বাসিন্দা মৃত খায়রুল ইসলাম (৫৯) একই এলাকার বাসিন্দা মোর্শেদ (৪৩) ও ঢাকার খলিলুর রহমান (৪৮)। আর উপসর্গ নিয়ে মারা যান জামাল (৫৩), তুরাগের ফজলুল হক (৬০), নারায়ণগঞ্জের হেলাল উদ্দিন (৫৭), ঢাকার ফিতরাত হোসেন (৬৭), সুত্রাপুরের আব্বাস উদ্দিন (৫৫), চাঁদপুরের মতলবের ফেরদৌস (৪০), বাড্ডার শরিয়তউল্লাহ (৫২), ঢাকার মোস্তাক (৬০) । ভোলার জোসনা (৩৮), নরসিংদীর ফাতেমা (৩৫) ও মমতাজ (৫৮), ঢাকার ইয়াসিন মিয়া (৬৫) ও গেণ্ডারিয়ার ফজিজুর রহমান (৫০)।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
