বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার সব কিছু খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ।
বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত নাগরিক ঐক্যের অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন।
ফখরুল বলেন, সরকারের কাছে ব্যবসায়ী ও আমলাদের মূল্য যতটা রয়েছে জনগণের মূল্য তার ছিটেফোঁটাও নেই।
বিএনপি মহাসচিব বলেন, সমস্ত সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত, সমন্বয়ের অভাব, সরকারের একটা ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটি ডিপার্টমেন্টের কোনো সমন্বয় নেই। যার ফলে আমরা দেখলাম, এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
ফখরুল বলেন, পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন তো সরকারকে সব কিছু খুলে দিতে হবে। তাই করেছে তারা। এখন তাদের কোনো স্থায়ী ভূমিকা দেখা যাবে না।
