চট্টগ্রাম : আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রতিটি কিশোরীর নিরাপদ ও সফলতার সাথে বয়ঃসন্ধিতে উপনীত হওয়ার এবং ভবিষ্যতের সকল সম্ভাব্য সুবিধাদি পাওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত নগরীর থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আইইএম ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে জেলা ও বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় চট্টগ্রাম এর বাস্তবায়নে সমাবেশ,শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিশ্বের জনসংখ্যা আশংকাজনক ভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বিশ্বের ১১০ টি দেশে জনসংখ্যা দিবস প্রথম পালিত হয় ১১ জুলাই ১৯৯০ সনে।পরে ১৯৯০ সনের জাতিসংঘের সাধারন পরিষদের ৪৫/২১৬ নং প্রস্তাব পাশের প্রেক্ষিতে প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

মেয়র বলেন, ২০১৬ সনের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য হলো ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’। প্রতিটি কিশোরীর নিরাপদ ও সফলতার সাথে বয়ঃসন্ধিতে উপনীত হওয়ার এবং ভবিষ্যতের সকল সম্ভাব্য সুবিধাদি পাওয়ার অধিকার রয়েছে।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়ে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে, গড় আয়ু বেড়েছে, দারিদ্র কমেছে। মানুষের জন্মের হার নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাল্য বিয়ে কমতে শুরু করেছে,কিশোরীদের উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও কর্মের সংস্থান বর্তমান সরকারের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ দিক। মেয়র বলেন, দেশ ধীরে ধীরে সাবলম্বী হচ্ছে, বর্তমানে নি¤œ আয়ের বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উপনীত হবে। তিনি সকলের প্রতি বর্তমান সরকারকে সার্বিক সহযোগিতা প্রদানের আহবান জানান।

এর আগে সকাল ৯ টায় ডিসি হিল নজরুল স্কয়ারে সমাবেশ ও র‌্যালি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।তাঁর নেতৃত্বে শোভাযাত্রাটি থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে শেষ হওয়ার পর সেখানে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশিদ আমিন, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. অনুপম সাহা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031