নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় আপন নামে এক শিশু গুরুতর আহত হয়েছে জামালপুর শহরে । আহত শিশুকে জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শনিবার বিকালে শহরের ব্রহ্মপুত্র নদেরপাড়ে নতুন বাইপাস সড়কের পুরাতন চাপাতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আপন চাপাতলা ঘাট এলাকার হতদরিদ্র হোটেল শ্রমিক মনু মিয়ার ছেলে।
এ ঘটনায় দোষীদের বিচার ও রাস্তায় গতি নিয়ন্ত্রক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চাপাতলা ঘাট এলাকায় শিশু আপন রাস্তা পার হওয়ার সময় ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ লেখা গাড়িটি তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় আপন। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সাথে সাথেই পালিয়ে যান গাড়িচালক জুয়েল।
জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি (নেজারত) আবু আব্দুল্লাহ খান বলেন, ‘আমাদের ওই গাড়িতে কোনো ম্যাজিস্ট্রেট ছিলেন না। চালক জুয়েল তার বাসায় যাওয়ার পথে আকস্মিক শিশুটি রাস্তা পার হওয়ার সময় চলন্ত গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার দায়ভার গ্রহণসহ তার হতদরিদ্র বাবা-মাকে সার্বিক সহযোগিতা করা হবে। একই সাথে গাড়িচালক জুয়েলকে ছাটাই করাসহ তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
