সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকার কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে । তারা পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসাসেবা এবং প্রতিরোধে হাসপাতালের ব্যবস্থাপনার ব্যাপক প্রশংসা করেন।

মঙ্গলবার বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় পুলিশ সদস্যদের চিকিৎসায় রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতাল যে পদক্ষেপ নিয়েছে তার প্রশংসা করেছে চীনা বিশেষজ্ঞ দলটি। এসময় তারা হাসপাতালের চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে পুলিশ হাসপাতাল শুধু করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসা সেবায় দিচ্ছে না, ভাইরাসটি প্রতিরোধে গ্লাভস, মাস্ক, পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর সঠিক ব্যবহার বিষয়ে সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করছে। এতে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশসহ অন্যান্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমছে।

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানায় পুলিশ সদরদপ্তর।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031