ঢাকা : তারেক রহমান বিএনিপর সিনিয়র ভাইস চেয়ারম্যান  মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রবিবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘তারেক রহমানের মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘রাজনৈতিকভাবে মোকাবেলার নামে মাঠে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণ সময়োচিত জবাব দিতে প্রস্তুত আছে।’

তিনি বলেন, ‘মির্জা সাহেব জানেন তারেক রহমান কতবড় দুর্নীতিবাজ। তাই আইনি মোকাবেলার করলে কোনো সুবিধা পাবে না এটা জানেন তিনি। তাই রাজনৈতিকভাবে মোকাবেলা কথা বলছেন।’

হানিফ বলেন, ‘তারেক রহমান চাইলে দেশে এসে আইনি মোকাবেলা করতে পারবেন। তিনি দেশে এলে আমরা স্বাগতম জানাবো।  কিন্তু তিনি এটা করবেন না। কারণ তিনি নিজে জানেন কত বড় দুনীতিবাজ তিনি।’

নিম্ন আদালতে তারেক রহমান মোটা অংকের টাকা দিয়ে খালাস পেয়েছিলেন দাবি করে হানিফ বলেন, ‘যে বিচারক তাকে খালাস দিয়েছিলেন নৈতিক কারণে পরে তিনি দেশত্যাগ করেছেন।’

জামায়াতের জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘জামায়াত মাটির নিচে চলে গেছে। এ ধরনের কোনো কর্মসূচি নিয়ে কেউ মাঠে নামলে উপযুক্ত জবাব দেয়া হবে।’

জামায়াত নিষিদ্ধের ব্যাপারে হানিফ বলেন, ‘এটা আইনি বিষয়। খুব শিগগিরই একটা কিছু দেখতে পারবেন।’

আগস্ট মাসকে শোকের মাস হিসেবে ঘোষণা দিয়ে হানিফ বলেন, ‘এ মাসকে ভাবগাম্বীর্যের সঙ্গে পালন করতে মাসব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এর মধ্যে রয়েছে ১ আগস্ট কৃষক লীগের রক্তদান কর্মসূচি। ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ও বনানী করবস্থানে শ্রদ্ধা নিবেদন। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা। ৭ আগস্ট ছাত্রলীগের ছাত্রী সমাবেশ। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো দিবস পালন। ২১ আগস্ট আওয়ামী লীগের নেতাদের ওপর গ্রেনেড হামলার ও নিহত নেতাদের স্মরণে কালো দিবস ও সভা করা হবে।

হানিফ জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সারা দিনব্যাপী সভা সমাবেশ ও খাদ্য বিতরণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ.ফ.ম বাহা উদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031