স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সুনির্দিষ্ট ম্যাপ চাওয়া হয়েছে লকডাউন কার্যক্রম শুরু করতে । আজ বা আগামীকালের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) সে ম্যাপ দেয়ার কথা আছে। ম্যাপ হাতে পেলেই লকডাউন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে এক ভিডিও বার্তায় মেয়র বলেন, ‘ডিএনসিসির ১৭টি এলাকাকে লকডাউন করা হবে। কারণ সেগুলো রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে বলেছি, ঢাকা উত্তরের কোন অংশ, মিরপুরের কোন অংশ, মোহাম্মদপুর কোন অংশ, কতটুকু জায়গায় আমাকে বন্ধ করে দিতে হবে? লকডাউন করতে হবে? এটির আমি সুনির্দিষ্টভাবে ম্যাপ তাদের কাছে চেয়েছি। তারা আমাকে বলেছেন, আজকে অথবা কালকের মধ্যে সুনির্দিষ্ট ম্যাপ তারা আমাদেরকে দেবেন।’

মেয়র বলেন, ‘আমরা অপেক্ষা করছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে ম্যাপিং করে দেয়া হবে। ম্যাপিং করে দেয়ার পরপরই পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সিটি করপোরেশন থেকে যা যা করা দরকার সেটি আমরা শুরু করব।’

পূর্ব রাজাবাজার এলাকা লকডাউনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৭টি রেড জোন লকডাউন সফল করতে চায় উত্তর সিটি মেয়র। তিনি বলেন, ‘এই এলাকার মাননীয় সংসদ সদস্য, আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, আমাদের সম্মানিত কাউন্সিলর যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ওখানে কী কী করণীয় দরকার যার অভিজ্ঞতা আমরা পূর্ব রাজাবাজার থেকে পেয়েছি সেটি আমরা কাজে লাগাবো।’

নাগরিকদের সহযোগিতা চেয়ে মেয়র আতিকুল বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব আসুন, আমরা যখন থেকে লকডাউন শুরু করব আমাদেরকে জনগণ যেন সাপোর্ট করেন। অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে গেলে শুধু যে আমরা পারব তা না। সামগ্রিকভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই যদি এগিয়ে আসে, আমরা সবাই যদি নিয়ম মেনে চলি তাহলে অবশ্যই রেড জোন থেকে ইয়োলো জোন, ইয়োলো জোন থেকে গ্রিন জোনে যেতে পারবো।’

উত্তর সিটি করপোরেশনের ‘রেড জোন’এর অন্তর্ভুক্ত থাকা ১৭টি এলাকা হলো- গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মোহাম্মদপুর, কল্যাণপুর, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, উত্তরা ও মিরপুর।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031