জাপানি বিজ্ঞানীরা ময়লা পানি পরিশোধন প্লান্টের পানিতে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করেছেন । এ বিষয়ে যৌথ গবেষণা করেছেন টয়ামা প্রিফেকচুরাল ইউনিভার্সিটি, কানাজাওয়া ইউনিভার্সিটি এবং কিয়োটো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। গবেষণায় তারা জাপানের পশ্চিমাঞ্চলীয় চারটি পানি শোধন প্লান্ট থেকে পানির মোট ২৭টি নমুনা নিয়ে পরীক্ষা করেন। এর মধ্যে সাতটি নমুনায় করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। গবেষণালব্ধ তথ্য প্রকাশ হওয়ার আগেই এই তথ্য বাইরে প্রকাশ হয়ে পড়েছে। কিয়োটো ইউনিভার্সিটির একজন প্রফেসর ইয়ুকি ফুরুসে বলেছেন, জনগণকে আগেভাগে সতর্ক করার জন্য সোয়ারেজ ব্যবস্থার পানি নিয়ে পরীক্ষা করা হয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও একই রকম তথ্য মিলেছে গবেষণায়। এ তথ্য দিয়েছে অনলাইন আল জাজিরা।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
