‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে করোনার হটস্পট নারায়ণগঞ্জের ১৪টি এলাকাকে। এবং এসব এলাকার ব্যাপারে পরবর্তী করণীয় জানতে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার এই ১৪টি এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করা হয়। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫টি এলাকা, সদর উপজেলার ৫টি এলাকা, আড়াইহাজারের দু’টি এলাকা, রূপগঞ্জের দু’টি এলাকা, সোনারগাঁওয়ের দু’টি এলাকা ও বন্দর উপজেলার একটি এলাকা।
এসব এলাকায় বর্তমান নির্দেশনা অনুযায়ী প্রতি এক লাখে ১০ জনের বেশি আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ ছাড়া নির্দেশনা অনুযায়ী এসব এলাকা রেড জোনে অন্তর্ভুক্ত করে এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা বা করণীয় জানতে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আমরা ১০ এর অধিক এলাকাকে এরমধ্যে ‘রেড জোন’ চিহ্নিত করে মঙ্গলবার কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটিতে পাঠিয়েছি। তারা এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত দেবেন কিংবা এসব এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধু চিহ্নিত করেছি, এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পাওয়ার পর এসব এলাকাকে রেড জোন কিংবা লকডাউন কিংবা দুটোই ঘোষণা করা হবে। আবার নতুন কোনো নির্দেশনা এলে এসব এলাকা পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে হয়তো নতুন এলাকা সংযোজন কিংবা বিয়োজন হতে পারে।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
