আমিও পুরুষ
কিন্তু বীরপুরুষ নই, কাপুরুষ
আমি পাপের ভেতর থেকে
বিশ্বাসঘাতকতা সংগ্রহ করেছি
আমি আত্মগরিমায়
ইতিহাসের জায়গা ক্রয় করে রেখেছি
আমি সত্যকে রাজদরবারে
বিক্রি করে দিয়েছি
আমি রাষ্ট্রযন্ত্রের ভয়ে
আত্মরক্ষার গুহায় আত্মগোপন করেছি
আমি বিবেক থেকে নিজেকে
উপরে ফেলেছি
আমার ভিতরের সাহস তেজস্বিতা
ঝেঁটিয়ে বিদায় করেছি
আমি মিথ্যাকে কেড়ে নিয়েছি
মানবতাকে তাড়িয়ে দিয়েছি
আমি ভালবাসার চেয়ে
ঘৃণা থেকে বেশি আনন্দ নিয়েছি
আমার এখন বড় দুঃসময়
অনবরত হৃদপিণ্ড আক্রমণ হয়
চারিদিকে হিংস্র অন্ধকার
রাজপ্রাসাদও শূন্য পড়ে রয়
শকুন আর কুকুরের উদরে
আমার হবে বুঝি শেষ আশ্রয়
হায়!মাটির দেহ মাটি পাবে না
জীবনের কি শোচনীয় পরাজয়।
