অভিযানে ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি করেছে সংস্থাটি। বুড়িগঙ্গা নদীর উদ্ধারকৃত তীরভূমি পুনরায় দখল করে বসানো স্থাপনা উচ্ছেদে নেমেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।
সোমবার সদরঘাট, শ্যামবাজার থেকে উল্টিনগঞ্জ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে এ অভিযান পরিচালিত হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামান অভিযানটির নেতৃত্ব দেন।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অভিযানে দুইটি দোতলা, পাঁচটি একতলা, আটটি আধাপাকা এবং ৩৫টি টিনের ঘর সহ ৫৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যা অবৈধভাবে নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল।

এছাড়া উচ্ছেদকৃত মালামাল ২ লাখ ৫৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। পাশাপাশি জরিমানা আদায় হয়েছে আরও পাঁচ হাজার টাকা।
সংস্থার যুগ্মপরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘দখলদারদের কোনো প্রকার সুযোগ নেই। দখলকৃত পাকা ও আধাপাকা সকল স্থাপনা যা পূর্বে ভাঙা সম্ভব হয়নি তা আজ ভেঙে দেয়া হচ্ছে। বিআইডব্লিউটিএ’র দেড় বছর ধরে উচ্ছেদ অভিযান চলছে। কোন প্রকার প্রভাব-প্রতিপত্তি নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আমলে নেয়া হয়নি, আর হবেও না।’

আগামীকাল সকাল ১০ টা থেকে পোস্তাগোলা ব্রীজের কেরানীগঞ্জ প্রান্তে থেকে বুড়িগঙ্গা নদীর তীরভূমিতে পূনঃদখল রোধে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন সংস্থাটির যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন।
