ঢাকা : ৭৫ রানের জয় থেকে ৩৩০ রানের পরাজয়! লর্ডস থেকে ম্যানচেস্টার। দ্বিতীয় টেস্টে দলের এমন বাজে হারে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ব্যাটসম্যানদের তুলোধোনা করছেন।

শোয়েব আখতার বলেছেন, ‘এমন আলগা ব্যাটিং কবে কে দেখেছে। একটা বাউন্সও কেউ সামলাতে পারলো না। লর্ডসে এই উইকেট থাকলে প্রথম টেস্টেও হারতে হতো।’

আখতার মনে করেন সিরিজে পাকিস্তান এখন ব্যাকফুটে চলে গেছে। ফিরে আসা কঠিন হবে।

সাবেক টেস্ট অধিনায়ক রমিজ রাজা মনে করছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার অভ্যাসই পাকিস্তানকে ডুবিয়েছে, ‘আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা ভিন্ন কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারি না। আর ধারাবাহিকতার অভাব তো আছেই।’

‘লর্ডসের অবস্থা পাকিস্তানের পক্ষে ছিল। উইকেটে বাউন্স ছিল না। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে বল প্রচুর বাউন্স করায় বিপদ হয়েছে।’ বলেন রমিজ।

আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফও বলছেন ব্যাটসম্যানরা শতভাগ ব্যর্থ, ‘আশা করেছিলাম ইউনুস এবং আসাদ শফিক কিছু একটা করবে। উইকেট আমার কাছে ভালোই মনে হয়েছে। বিশ্বাস করতে পারছি না ওরা এভাবে ব্যাট করে গেল।’

শোয়েবের মতো ইউসুফও মনে করছেন পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জেতা কঠিন হয়ে যাবে।

সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ অবশ্য মনে করছেন পাকিস্তানের এখনো ফিরে আসার সম্ভাবনা আছে, ‘এখনো দুই ম্যাচ বাকি আছে। পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে কঠোর পরিশ্রম করতে হবে।’

সম্ভাবনার কথা বললেও দ্বিতীয় টেস্টের ব্যাটিং দেখে অন্যদের মতো যারপরনাই ক্ষুব্ধ লতিফ।

‘ওল্ড ট্রাফোর্ডে হ-য-ব-র-ল ব্যাটিং হয়েছে। এমন ব্যাটিংয়ের জন্য কোনে অজুহাত চলে না। ওদের এখন বসে পড়া দরকার। নতুন করে নতুন শুরু করতে হবে।’

সাবেক কোচ ওয়াকার ইউনুসের কাছেও এই ব্যাটিং ভালো লাগেনি। অন্যদের মতো অভিযোগ করেই অবশ্য বসে থাকেননি তিনি। কারণও খুঁজে বের করেছেন।

‘আমাদের ক্রিকেট দারুণভাবে ভুগছে। কারণ দীর্ঘ ছয় বছর দেশে কোনো খেলা নেই। এর থেকে মুক্তি পেতে পাকিস্তানে ক্রিকেট ফেরাতে হবে।’

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031