বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো পৌঁছেছেন। বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্য গতকাল শুক্রবার স্থানীয় সময় আনুমানিক বেলা তিনটায় কঙ্গো পৌঁছায়।

বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় পৌঁছে মিশনের দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে শুক্রবার ভোর পাঁচটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮০ নারী পুলিশ সদস্যকে নিয়ে কঙ্গোর উদ্দেশে রওনা হয় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট। বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের বিদায় জানান।

কমান্ডার মেরিনা আক্তার এ ইউনিটের নেতৃত্বে রয়েছেন। এ ইউনিটের সদস্যরা BANFPU-1 (Rotation-13), MONUSCO, DRC ইউনিটকে প্রতিস্থাপন করেছে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে Female Formed Police Unit (FPU) প্রেরণ করছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031