প্রায় ৯৫ শতাংশ বিলবোর্ডই অবৈধ রাজধানীর বনানী-বারীধারা ও প্রগতি সরণি এলাকার । এগুলোর অনেকগুলোর চুক্তির মেয়াদ শেষ হলেও পুনরায় ফি পরিশোধে মেয়াদ বাড়ানো হয়নি। অবৈধ এসব বিলবোর্ড উচ্ছেদে এসে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার সকাল থেকে বিলবোর্ড উচ্ছেদ অভিযানে গিয়ে এ বিস্ময় প্রকাশ করেন।

এ সময় মেয়র বলেন, ব্যবসার প্রচারে বিলবোর্ড লাগাতে হলে ফি পরিশোধনের মাধ্যমে সিটি করপোরেশনের অনুমোদন নিতে হয়। বনানী-বারীধারা এবং প্রগতি সরণি এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে এসে দেখি শতকরা ৯৫ শতাংশের নেই কোনো অনুমোদন। কিন্তু ঠিকই মনের মত করে সবাই বিলবোর্ড টাঙিয়ে রাজধানীর সৌন্দর্য নষ্ট করছে। অভিযানে না আসলে বুঝতেই পারতাম না এতো পরিমাণ অবৈধ বিলবোর্ড। আমি বিস্মিত!’

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরে গণবিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছিলাম। গতকাল ছিল শেষ দিন। এর মধ্যে যারা অনুমোদন নেন নি তাদের কাউকেই ছাড় দেব না। তিনি যত প্রভাবশালীই হোন না কেনো। আজ থেকে শুরু করেছি উচ্ছেদ কার্যক্রম। অবৈধ বিলবোর্ড নিঃশেষ করা পর্যন্ত চলবে অভিযান।’

অভিযানকালে অনুমোদিত বিলবোর্ড ব্যবহারকারীদের মিষ্টি খাওয়ান উত্তর সিটি মেয়র।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031