শারীরিক অবস্থার উন্নতি ঘটছে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের । তার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। কিন্তু গত রাত থেকে তিনি ডান হাত ও পা নাড়াতে পারছেন। এখন তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদার শারীরিক অবস্থা সম্পর্কে ডা. বদরুল হক জানান, তিনি এখন শঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
উল্লেখ্য, ২রা সেপ্টেম্বর রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তার বাবা ওমর আলীও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তার বাবাকেও ঢাকায় এনে এই হাসপাতালে ভর্তি করা হয়।।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
