সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সৌদি প্রবাসীদের পাঁচদিন বিক্ষোভের পর অবশেষে টিকিট বিক্রি করতে শুরু করলো । আজ দুপুর ২টা থেকে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। আজকের কার্যদিবসে সিরিয়াল অনুযায়ী ৫’শ জনকে টিকিট দেয়ার কথা রয়েছে।
সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর আগে যারা রিটার্ন টিকিট কেটে দেশে ফিরেছেন, এখন শুধু তাদের টিকিট দেয়া হবে। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না। আজ ১ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।
সৌদি এয়ারলাইন্সের জিএম জাহিদ হোসেন টোকেনধারীদের সুশৃঙ্খলভাবে থাকার অনুরোধ জানিয়ে বলেন, রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন, তারা সবাই পর্যায়ক্রমে টিকিট পাবেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
